Latest: স্টিল মিলে আগুনে দগ্ধ আরো ১ জনের মৃত্যু

Latest: স্টিল মিলে আগুনে দগ্ধ আরো ১ জনের মৃত্যু

টঙ্গীতে স্টিল মিলে অগ্নিকাণ্ডে দগ্ধ মো. রিপন (৩০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ দুইজন মারা গেলেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, আগুনে মো. রিপনের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় মোজাম্মেল হোসেন (২২) ও নিলয় (২৫) নামে দুইজন হাসপাতালে ভর্তি আছেন।

তিনি জানান, আগুনে মোজাম্মেল হোসেনের শরীরের ৯০ শতাংশ, নিলয়ের ৫০ শতাংশ, পুড়ে গেছে। দুইজনের অবস্থায় আশঙ্কাজনক।

প্রসঙ্গত, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে টঙ্গীতে স্টিল মিলে আগুন লাগে। এতে চার শ্রমিক দগ্ধ হন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মো. দুলাল (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আগুনে মো. দুলালের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। 

Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here