Latest: এবার আত্মহত্যা করলেন ৩৬ বছর বয়সী অভিনেত্রী

Latest: এবার আত্মহত্যা করলেন ৩৬ বছর বয়সী অভিনেত্রী

প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৬

এবার আত্মহত্যা করলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী শেই আশিনা। কেন তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জাপানের টোকিওতে নিজের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে অভিনেত্রীর মরদেহ।

সম্পর্কিত খবর

হলিউডভিত্তিক গণমাধ্যম বিলবোর্ড জানায়, টোকিও পুলিশ এবং তার পরিবার নিশ্চিত করেছে যে আশিনা আত্মহত্যা করেছেন। মাত্র ৩৬ বছর বয়সে নিজেই নিভিয়ে দিয়েছেন জীবনের প্রদীপ।

১৯৮৩ সালে ফুকুশিমা প্রদেশে জন্মগ্রহণ করেন শেই আশিনা। তিনি কিশোর অবস্থায় টোকিও এসেছিলেন এবং ফ্যাশন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০০২ সালে টিবিএস নেটওয়ার্ক নাটক ‘দ্য টেইল অব হ্যাপিনেস’ (শিয়াওয়াসে ন শিপো)- এর মাধ্যমে তিনি তার অভিনয়ের সূচনা করেছিলেন। এরপর আশিনা ২০০৭ সালে ফঁরাসী ঐতিহাসিক নাটক ‘সিল্ক’- এ প্রধান চরিত্রে অভিনয় করে খ্যাতি পান।

তার অন্যান্য কাজগুলোর মধ্যে টিভি সিরিজ ‘নানাসেস : সাইকিক ভান্ডারার্স’, ‘আইবো : টোকিও ডিটেকটিভ ডুও’, ‘সম্রাটস কুক’, ‘ডেইজি লাক’, ‘হ্যান্ড অফ গড’ এবং চলতি বছরের ‘থিসাস কোনও ফানি’ (থিসিয়াসের শিপ) উল্লেখযোগ্য। তিনি বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here