Latest: খেলোয়াড়দের কর্মকাণ্ডে ক্ষমা চাইলেন ক্যারিবীয় কোচ

Latest: খেলোয়াড়দের কর্মকাণ্ডে ক্ষমা চাইলেন ক্যারিবীয় কোচ

প্রকাশ:  ১২ নভেম্বর ২০২০, ১৪:৩৪

হঠাৎ করেই খবরের শিরোনামে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের খেলোয়াড়রা। নিউজিল্যান্ড সফরে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিন থাকা অবস্থায় করোনাবিধি ভেঙে অনুশীলনের সুযোগ হারিয়েছে তারা। খেলোয়াড়দের এ কর্মকাণ্ডে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েছেন ক্যারিবীয় কোচ ফিল সিমন্স।

কোয়ারেন্টিন থাকলেও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু কোভিড প্রটোকল ভেঙে হোটেলের হলরুমে সামাজিক মেলামেশা ও খাবার খেতে দেখা যায়। তাতে বুধবার থেকে অনুশীলনের সুযোগ হারায় তারা।

সম্পর্কিত খবর

এদিকে সফরের ১২তম দিনে তৃতীয় দফায় কোভিড টেস্টে দলটির প্রত্যেক সদস্যের করোনা নেগেটিভ নিশ্চিত হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার আইসোলেশন শেষ হবে তাদের। ঠিক এই মুহূর্তে খেলোয়াড়দের আচরণে বিস্মিত সিমন্স।

তিনি বলেন, নিউজিল্যান্ডের জনগণ ও সরকারের কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে, যারা আমাদের এখানে আসতে দিয়েছে। আমাদের দৃষ্টিতে এটা খুব বিব্রতকর।

২৭ নভেম্বর অকল্যান্ডে শুরু হবে তিন টি-টোয়েন্টির প্রথমটি। দু’টি টেস্ট ম্যাচও খেলবে তারা, শুরু হবে ৩ ডিসেম্বর।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here