Latest: [১]বাইডেনকে ভোট দেবার প্রতিদান চান ব্ল্যকলাইভসম্যাটারস আন্দোলনের সহপ্রতিষ্ঠাতা

Latest: [১]বাইডেনকে ভোট দেবার প্রতিদান চান ব্ল্যকলাইভসম্যাটারস আন্দোলনের সহপ্রতিষ্ঠাতা

আসিফুজ্জামান পৃথিল: [২] কৃষ্ণাঙ্গ অধিকার বিষয়ে আলোচনার লক্ষে সময় চেয়ে বাইডেনকে বার্তা দিয়েছেন প্যাতরিস কুলরস। তিনি জানান, কৃষ্ণাঙ্গদের অধিকাংশই ভোট দিয়েছেন বাইডেনকে। তিনি আশা করেন, বাইডেনের প্রশাসন অবশ্যই এর প্রতিদান দেবে। ফক্স নিউজ
[৩] নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে লেখা এক চিঠিতে লিখেছেন, ‘কালো মানুষদের সমর্থন ছাড়া নির্বাচনের পল অবশ্যই ভিন্ন হতো। এক কথায় বলতে, এই নির্বাচনে জিতেছে কালো মানুষেরাই। আমাদের বক্তব্য আপনাদের শুনতেই হবে। আমাদের কথা ও পরামর্শ মতেই আপনাদের যুক্তরাষ্ট্র শাসন করতে হবে।’ সিএনএন
[৪] কুলরস মনে করেন, একজন কৃষ্ণাঙ্গ নারীকে রানিং মেট মনোনিত করে কিছুটা হলেও প্রতিশ্রæতি রক্ষা করেছেন বাইডেন। সবচেয়ে ভালো হয় মন্ত্রিসভায় কৃষ্ণাঙ্গদের প্রাধান্য দেবেন বলেও মত দেন তিনি। এবিসি
[৫] কুলরস বলেছেন, বাইডেনকে অবশ্যই পুলিশি সংস্কার করতে হবে। দিনের পর দিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গরা পুলিশি নিপীড়নের শিকার হবেন এটি মেনে নেয়া যায়না বলেও মনে করেন তিনি। তার মতে পুলিশ নিয়োগে কৃষ্ণাঙ্গদের প্রাধান্য দেয়া জরুরি। সিবিএস/ সম্পাদনা : রাশিদ

Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here