Latest: [১]দায়িত্ব পালনে সহায়তা করতে কমলা হ্যারিসের স্বামী চাকরি ছাড়ছেন

Latest: [১]দায়িত্ব পালনে সহায়তা করতে কমলা হ্যারিসের স্বামী চাকরি ছাড়ছেন

সিরাজুল ইসলাম: [২] মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে জানুয়ারিতে কমলার অভিষেকের আগেই ডঘ এমহফ চাকরি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। ওয়াশিংটন পোস্ট
[৩] স্ত্রীকে ডঘ কী ধরনের সহায়তা করবেন ও ক্ষমতা হস্তান্তর টিমে তিনি কোন বিষয়গুলো দেখভাল করবেন, তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তিনি পেশায় একজন আইনজীবী। ২০১৭ সাল থেকে তিনি ডিএলএ পাইপার নামে একটি ল’ ফার্মে কর্মরত। বিনোদন, খেলাধুলা ও গণমাধ্যম ক্ষেত্রে মামলা দেখভাল করাই ছিলো তার কাজ । তিনি এ ফার্মের অংশীদারদের একজন। [৪] ২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট শপথ নেবেন। অভিষেক অনুষ্ঠানের আগেই এমহফ চাকরি ছেড়ে দেবেন। আগস্ট থেকেই ছুটিতে আছেন ৫৬ বছরের এমহফ। বিবিসি
[৫] রানিং মেট হিসেবে কমলা হ্যারিসকে জো বাইডেন বেছে নেয়ার পর কাজ ছেড়ে স্ত্রীর নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন এমহফ। অনেকে ওই সময় এমহফকে ডেমোক্রেটদের নির্বাচনী প্রচারের গোপন অস্ত্র বলেও বর্ণনা করেছেন। এখন তিনি যুক্তরাষ্ট্রের প্রথম সেকেন্ড জেন্টালম্যান। নিউইয়র্ক টাইমস

Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here