Latest: Oppo-র ওয়্যারহাউসে বিধ্বংসী আগুন | West Bengal News 24
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দিল্লিতে। চিনা মোবাইল সংস্থা Oppo-র ওয়্যারহাউসে আগুন লাগার ঘটনা ঘটেছে। দাউ দাউ করে জ্বলছে আগুন।
দিল্লির মূল শহর থেকে কিছুটা দূরে এই ওয়্যারহাউস। আর সেই ফ্যাক্টরিতেই আগুন লেগেছে।
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৯টি ইঞ্জিন। শনিবার রাতে গ্রেটার নয়ডার এই কারখানায় অগ্নিকাণ্ড হয়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: ভারতের নতুন কৃষি বিলে কৃষকদের সমর্থন
ক্ষয়ক্ষতির হিসেব এখনও পাওয়া যায়নি, তবে সংস্থার সমস্যা হবে বলে জানা গিয়েছে।
বিবিকে ইলেকট্রনিক্স কর্পোরেশনের অধীন Oppo এই কারখানাতেই Realme ও OnePlus অ্যাসেম্বল করা হয়।
স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বস্ত্র ব্যবসাকে অন্যমাত্রা দিয়েছেন।’প্রশ্ন অনেকে’-এ মুখোমুখি দশভূজা স্বর্ণালী কাঞ্জিলাল।
সুত্র: কলকাতা ২৪*৭