Latest: ভারত মহাসাগরে ১২০ যুদ্ধজাহাজ মোতায়েনের কারণ জানালেন বিপিন রাওয়াত

Latest: ভারত মহাসাগরে ১২০ যুদ্ধজাহাজ মোতায়েনের কারণ জানালেন বিপিন রাওয়াত

ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের ১২০-টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। শুক্রবার এমনই দাবি করলেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আধিপত্যের প্রতিযোগীতা’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি জানান, বিভিন্ন উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে এতগুলো রণতরী অবস্থান নিয়েছে। এর অন্যতম কারণ নৌ-বাণিজ্যের সুরক্ষা।

আরও পড়ুন : নাড্ডা-কৈলাসকে ফোন প্রধানমন্ত্রীর

জেনারেল রাওয়াত বলেন, ‘এই অঞ্চলের অধিকাংশ দেশই আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য উন্নত নৌ যোগাযোগ পরিকাঠামো গড়ে তুলতে সক্রিয়। সেই উদ্দেশ্য এই অঞ্চলে ভূ-রাজনৈতিক প্রভাব বাড়াতে ওই বাড়তি শক্তি সন্নিবেশ করেছে আঞ্চলিক শক্তিগুলো।’

জেনারেল বিপিন রাওয়াতের বক্তৃতায় ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিককালে চীনের প্রভাব বৃদ্ধির প্রসঙ্গও এসেছে। সেই সঙ্গে জানিয়েছেন, সামরিক শক্তিপ্রদর্শনের প্রতিযোগিতার জেরে ওই অঞ্চলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। চীনের নাম না করে তার মন্তব্য, ‘‘এই আবহে আঞ্চলিক শক্তিগুলোর সামরিক সমন্বয় বাড়ানো প্রয়োজন।’’

সুত্র : আনন্দবাজারSource

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here