Latest: দুঃস্থদের জন্য সাহায্যের হাত বাড়ালেন দোলন দে

Latest: দুঃস্থদের জন্য সাহায্যের হাত বাড়ালেন দোলন দে

ইস্পাতনগরী জামশেদপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্বর্গীয় আশীষ দে মহাশয়ের জন্মদিন উপলক্ষে তাঁর স্ত্রী শ্রীমতি দোলন দে মঙ্গলবার পটমদা অঞ্চলের বোড়াম এর প্রায় শতাধিক দুঃস্থ পরিবারের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

শ্রীমতি দোলন দে জানালেন, শতাধিক সবর উপজাতির লোকেদের হাতে আর্মি কম্বল, খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এই কাজে সামাজিক সংগঠন টীম সংঘর্ষ সহযোগিতা করে। শ্রীমতি দে জানালেন, স্বর্গীয় আশীষ দে সমাজ সেবায় প্রত্যেক মুহূর্তে এগিয়ে থাকতেন।

আরও পড়ুন : রোটারি ক্লাবের নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

আগামীদিনে আশীষ বাবুর স্মৃতিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন দেজ ফাউন্ডেশন সাকচিতে করা হবে।

Source

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here