Latest: মুম্বাই বিস্ফোরণের দেড় বছর পর আত্মসমর্পণ করতে চেয়েছিলেন দাউদ

Latest: মুম্বাই বিস্ফোরণের দেড় বছর পর আত্মসমর্পণ করতে চেয়েছিলেন দাউদ

মুম্বাইয়ে ধারাবাহিক বিস্ফোরণের দেড় বছর পরেই আত্মসমর্পণ করতে চেয়েছিল দাউদ ইব্রাহিম। চাঞ্চল্যকর তথ্য সামনে আনল হিন্দুস্তান টাইমস। ইংরেজি দৈনিকের রিপোর্টে, তত্‍কালীন সিবিআই প্রধান নীরজ কুমারকে উদ্ধৃত করা হয়েছে।

নীরজ কুমার হিন্দিস্তান টাইমসকে জানিয়েছেন, ১৯৯৯ সালের জুন মাসে তাঁর সঙ্গে ডি কম্পানি প্রধানের তিন বার ফোনে কথা হয়। দাউদের বিশ্বস্ত শাগরেদ মণীশ লালার মাধ্যমে দুজনের কথা হয়েছিল। ছোটা রাজনের গ্যাং মণীশকে গুলি করে খুন করে। নীরজ কুমার জানিয়েছেন, মুম্বই বিস্ফোরণে জড়িত থাকার কথা অস্বীকার করেছিল দাউদ।

আরও পড়ুন : প্রিন্সেস লতিফা: এক নিরুদ্দিষ্ট রাজকন্যার উপাখ্যান

আত্মসমর্পণের কথা ভাবলেও, নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল সে। তাই ধরা দেওয়ার শর্ত নিয়ে কথাবার্তা চলছিল। এরপর হঠাত্‍ই একদিন দাউদের সঙ্গে নীরজ কুমারকে কথা বলতে নিষেধ করা হয়। মুম্বাই হামলার পর রাম জেটমালানিও দাবি করেছিলেন দাউদ ইব্রাহিম তাঁকে ফোন করে ধরা দেওয়ার কথা বলেছে।

Source

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here