Latest: হস্টেলে ঢুকে ছাত্রীদের পোশাক খুলিয়ে নগ্ন নাচ করাল খোদ পুলিশ কর্মী

Latest: হস্টেলে ঢুকে ছাত্রীদের পোশাক খুলিয়ে নগ্ন নাচ করাল খোদ পুলিশ কর্মী

রক্ষকই যখন ভক্ষক! হস্টেলে ঢুকে মেয়েদের নগ্ন করে নাচানোর অভিযোগ উঠল খোদ পুলিশকর্মীদের বিরুদ্ধেই। বুধবার, ঘটনায় চার সদস্যের কমিটিকে তদন্তের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

জানা যায়, জলগাঁও এলাকার এক হস্টেলের কিছু আবাসিক অভিযোগ আনেন, তদন্তের নাম করে পুলিশ ও বাইরের কিছু লোক হস্টেলে ঢুকে তাঁদের সঙ্গে অশালীন আচরণ করছে।

ছাত্রীদের জোর করে পোশাক খুলিয়ে নাচে বাধ্য করেছে পুলিশ কর্মীরা। এখানেই শেষ নয়! ছাত্রীদের সেই নাচের ভিডিও তুলে নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ নির্যাতিতাদের।

আরও পড়ুনঃ অঙ্কুশ-ঐন্দ্রিলার সহকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনিল দেশমুখ জানান, ” খুবই নক্কারজনক ঘটনা। চার সদস্যের হাই-লেভেল কমিটি ঘটনার তদন্ত করছে। ২ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরই অভিযুক্তদের বিরুদ্ধে উচিত ব্যবস্থা নেওয়া হবে।।”

এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ার পরই পুরো ঘটনাটি সামনে আসে। প্রতিবাদে বিধানসভায় সরব হয় বিরোধীরা। বিজেপি বিধায়ক সুধীর মুঙ্গান্তিওয়ার তোপ দাগেন, ” বিষয়টিকে আদৌ কঠিনভাবে দেখছে না সরকার!”

সুত্রঃ নিউজ ১৮Source

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here