Latest: মুম্বাইয়ে হাসপাতালে আগুন, মৃত্যু বেড়ে ৩

Latest: মুম্বাইয়ে হাসপাতালে আগুন, মৃত্যু বেড়ে ৩

ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে আগুন লেগে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) স্থানীয় সময় রাতে শহরের সানরাইজ হসপিটালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, এ ঘটনায় নিহতরা হলেন- নিসার জাভেদচাদ (৭৪), মুঙ্গেকাট (৬৬), গোবিন্দলাল দাদ (৮০)। আগুন নেভাতে স্থানীয় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এবং ১০টি বড় ওয়াটার ট্যাঙ্কার কাজ করেছে।

আরও পড়ুন : নির্বাচনে জিতলে চাঁদে নিয়ে যাবেন তিনি

অগ্নিকাণ্ডের পর হাসপাতালটি থেকে ৭০ জনেরও বেশি রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। যাদের মধ্যে অন্তত ৭ জন ছিলেন ভেন্টিলেটর সাপোর্টে।

মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশান্ত কড়ম বলেন, ‘উদ্ধার করা ৭৬ রোগীকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে এই মুহূর্তে।’

জানা যায়, যেই ৭৬ রোগী ছিলো তাদের মধ্যে ৭৩ জনই করোনা রোগী।

.fb-background-color {
background: #ffffff !important;
}
.fb_iframe_widget_fluid_desktop iframe {
width: 100% !important;
}

The post মুম্বাইয়ে হাসপাতালে আগুন, মৃত্যু বেড়ে ৩ first appeared on West Bengal News 24.

Source

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here