Latest: উত্তর প্রদেশে ট্রাক খাদে পড়ে নিহত ১০

Latest: উত্তর প্রদেশে ট্রাক খাদে পড়ে নিহত ১০

উত্তরপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই ট্রাক খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

শনিবার প্রদেশের এটাহ জেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই পুরুষ বলে জানা গেছে।

আরও পড়ুন : ফের করোনা হাসপাতালে আগুন, নিহত ৪

ধর্মীয় এক অনুষ্ঠানে যোগ দিতে পাশের লাখনা জেলায় যাচ্ছিলেন সেসব যাত্রী। পথে চালক নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটি ৩০ ফুট গভীর একটিন খাদে পড়লে অর্ধশতাধিক মানুষ হতাহতের মতো এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর ট্রাক ও খাদের পাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। উদ্ধার অভিযান চালানোর জন্য স্থনীয় পুলিশ সদস্য ও কর্মকর্তারা হাজির হয়েছেন বলে জানা যাচ্ছে।

ইটাওয়াহ’র পুলিশ সুপার বিরজেশ কুমার সিং সাংবাদিকদের বলেন, আনুমানিক অর্ধশতাধিক মানুষ ছিল ট্রাকটিতে। এরমধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও ছিল। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তদন্ত চলছে।

তিনি আরও বলেন, সব মানুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কতজন আহত হয়েছেন তা যাচাই করে দেখছেন চিকিৎসকরা।Source

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here