Latest: এবার অক্সিজেনের অভাবে ছত্তিশগড়ে ৪ জন কোভিড রোগীর মৃত্যু

Latest: এবার অক্সিজেনের অভাবে ছত্তিশগড়ে ৪ জন কোভিড রোগীর মৃত্যু

ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলায় অক্সিজেনের অভাবে মৃত্যু হল ৪ জন করোনা-রোগীর। রাজনন্দগাঁও জেলার ডোঙ্গারগাঁও ব্লকের ঘটনা। অক্সিজেনের অভাবে কোভিড কেয়ার সেন্টারে মৃত্যু হয় ৩ জনের এবং একজন করোনা রোগী প্রাণ হারান কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে।

আশ্চর্যের বিষয় হল, নোংরা ফেলার গাড়িতে করে শ্মশানে নিয়ে যাওয়া হয় কোভিডে মৃতদের দেহ। বুধবার মৃত্যু হয় ওই জন করোনা রোগীর।

আরও পড়ুন : বাতিল হল CBSE বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা, দ্বাদশ শ্রেণির স্থগিত

প্রধান মেডিক্যাল স্বাস্থ্য অফিসার জানিয়েছেন, জেলার সমস্ত কোভিড কেয়ার সেন্টারে ১০-১৫টি অক্সিজেন বেডের ব্যবস্থা করা হয়েছে। বুধবার রাতে মৃত্যু হয় ৩ জনের, চিকিত্‍সার সময় তাঁদের অক্সিজেন দেওয়া হয়েছিল, এছাড়াও চতুর্থ মৃত্যুর খবর মিলেছে।

নোংরা ফেলার গাড়িতে করে দেহ নিয়ে যাওয়া প্রসঙ্গে প্রধান মেডিক্যাল স্বাস্থ্য অফিসার জানিয়েছেন, ”গাড়ির ব্যবস্থা করা নগর পঞ্চায়েতের কাজ।’Source

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here