Latest: করোনায় ভয়াবহ পরিস্থিতি দেশে, ২৪ ঘণ্টায় আক্রান্ত দুই লাখ ৩৪ হাজার

Latest: করোনায় ভয়াবহ পরিস্থিতি দেশে, ২৪ ঘণ্টায় আক্রান্ত দুই লাখ ৩৪ হাজার

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার পর গত কয়েক দিন ধরেই রেকর্ড সংক্রমণ হচ্ছে। গত বৃহস্পতিবার সে দেশে প্রথমবারের মতো দুই লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। এর পরদিনই সেই রকের্ড ভেঙে গেছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে ১৬ এপ্রিল ভারতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৩৩ হাজার নয়শ ৪৩ জন এবং মারা গেছে এক হাজার তিনশ ৩৮ জন।

আরও পড়ুন : ফের শনাক্তের রেকর্ড ভারতে, একদিনে আক্রান্ত ২ লাখ ১৭ হাজার

এর আগের দিন দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল দুই লাখ ১৭ হাজার ৩৫৩ জন এবং মারা গেছে এক হাজার ১৮৫ জন। সেই হিসেবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে।

দেশে এখন করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৪৫ লাখ ২১ হাজার ছয়শ ৮৩ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৭৫ হাজার ছয়শ ৭৩ জন।

সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে এক কোটি ২৬ লাখ ৬৬ হাজার আটশ ৮৯ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১৬ লাখ ৭৯ হাজার একশ ২১ জন।

 Source

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here