Latest: করণের পার্টিতে দীপিকার ‘মাদক সেবনের’ অভিযোগ

Latest: করণের পার্টিতে দীপিকার ‘মাদক সেবনের’ অভিযোগ

Advertisement

করণ জোহরের বাড়িতে মাদক পার্টি আয়োজনের অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ বোর্ডে (এনসিবি) তদন্তের আবেদন জানালেন প্রাক্তন শিরোমণি অকালি দলের সাংসদ মনজিন্দর সিং সিরসা।

২০১৯ সালে করণ জোহরের বাড়িতে আয়োজিত পার্টিতে অবাধ মাদক সেবনের ব্যবস্থা ছিল। সম্প্রতি সেই পার্টির ভিডিও ক্লিপ পোস্ট করে এমনই অভিযোগ করেন প্রাক্তন সাংসদ। এনসিবি প্রধান রাকেশ সাক্সেনার সঙ্গে দেখা করে এই অভিযোগ জানানোর পরে সোশ্যাল মিডিয়ায় বোর্ডকে লেখা তার আবেদনের প্রতিলিপি সাক্সেনার সঙ্গে শেয়ার করেন সিরসা।

তার চিঠির সঙ্গে অ্যাটাচ করা স্ক্রিনশট দেখে বোঝা যাচ্ছে, প্রধানত দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, মালাইকা অরোরা, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর ও শাহিদ কাপুরের বিরুদ্ধে তিনি মাদক সেবন, মজুত রাখা এবং বাড়ির চৌহদ্দিতে এই অপরাধ সংঘটনের জন্য আমন্ত্রক করণ জোহরের বিরুদ্ধে এনসিবি-কে তদন্তের আর্জি জানিয়েছেন। ওই পার্টিতে যে ঢালাও মাদক সেবন চলেছিল, সেই দাবি করেছেন সিরসা।

আরও পড়ুন : ‘মায়াকুমারী’র রূপে ঋতুপর্ণা

তার বাড়িতে আয়োজিত ওই পার্টিতে উপস্থিত কেউ মাদক সেবন করেননি, সে কথা এর আগেও জানিয়েছিলেন করণ জোহর। তার যুক্তি, ‘ইন্ডাস্ট্রির সফল সদস্য সারা সপ্তাহ কঠিন পরিশ্রমের পরে একরাত আড্ডা আর খোশগল্পে মেতেছিলেন। আমি নিজেই ভিডিয়োটি স্বইচ্ছায় রেকর্ড করি। যদি অবৈধ কিছু ঘটে থাকে, তা হলে তা প্রকাশ করার মতো বোকা আমি নই।’

ভিডিওর অংশবিশেষ নিয়ে প্রশ্ন ওঠায় তিনি ব্যাখ্যা করেন, ‘আপাতদৃষ্টিতে প্রকাশ্যে না খোঁটা অনুচিত। আপাতদৃষ্টিতে ব্যাক পকেটে মোবাইল ফোনা রাখা অনুচিত। আপাতদৃষ্টিতে আলোর ঝলককে পাউডার মনে হতে পারে।’

করণের বক্তব্য, ‘ভিডিও রেকর্ড করার পাঁচ মিনিট আগে আমার মা ওখানে উপস্থিত ছিলেন। এমনই এক পারিবারিক, আনন্দময়, সামাজিক আড্ডা ছিল সেটা, যেখানে বন্ধুরা কথা বলার পাশাপাশি গান শুনে সময় কাটাচ্ছিলেন। আর কিছুই সেখানে হয়নি।’

সুশান্ত সিং রাজপুত হত্যা মামলায় যুক্ত থাকার অভিযোগে এ পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে এনসিবি। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট-এর আনুষ্ঠানিক আলোচনার জেরে অভিনেতার মৃত্যুর সঙ্গে সম্পর্কিত মাদক সেবন, সংগ্রহ ও পাচার সংক্রান্ত একাধিক মোবাইল ফোন চ্যাট রেকর্ডের ভিত্তিতে এই পদক্ষেপ করে এনসিবি।

সূত্র : হিন্দুস্তান টাইমসSource link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here