Latest: ধর্মশালায় ঘরের মধ্যে উদ্ধার বলিউড অভিনেতার দেহ, Bollywood Actor Asif Basra found dead in Dharamshala home

Latest: ধর্মশালায় ঘরের মধ্যে উদ্ধার বলিউড অভিনেতার দেহ, Bollywood Actor Asif Basra found dead in Dharamshala home

ফের আত্মহত্যার ঘটনা। সুশান্ত সিং রাজপুতের পর আরও এক কায় পোচে অভিনেতা আত্মঘাতী হলেন। আসিফ বসরার দেহ উদ্ধার হয়েছে ধর্মশালায় তাঁর ঘর থেকে। মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে গিয়েছেন অভিনেতা। পুলিস দেহের পাশে সেই সুইসাইড নোট পেয়েছে। ৫৩ বছর বয়স হয়েছিল অভিনেতার। ভাড়াবাড়িতে গত ৫ মাস ধরে ছিলেন তিনি। প্রতিভাশালী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।

বলিউডে ফের আত্মহত্যা! চির বিদায় নিলেন অভিনেতা আসিফ বসরা

করোনা মহামারীর লকডাউনের মধ্যে একের রক এক আত্মহত্যার ঘটনা ঘটেছে বলিউডে। সবচেয়ে বেশি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে। লকডাউনের পরেই তাঁর সঙ্গে অভিনয় করেছেন বলে জানিয়েছেন মনোজ বাজপেয়ী। অভিনেতার আকষ্মিক মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। টেলিভিশনেরও জনপ্রিয় মুখ আসিফ বেসরা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তোলপাড় শুরু হয়ে গিেয়ছিল বলিউডে। তদন্তে নেমে একে একে জড়িয়ে পড়েন রাজনৈতিক নেতারা। এমনকি মহারাষ্ট্রের শিবসেনা সরকারের বিরুদ্ধেও সুশান্ত সিং রাজপুতের হত্যার অভিযোগ উঠতে শুরু করে। বলিউডের ড্রাগ পাচার যোগে জড়িয়ে পড়েন দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে পরিচালক করণ জোহরের সংস্থার আধিকারিকরাও।

Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here