Latest: অমিতাভ-অজয়ের সঙ্গে রাকুল | West Bengal News 24

Latest: অমিতাভ-অজয়ের সঙ্গে রাকুল | West Bengal News 24

বলিউড অভিনেতা অজয় দেবগন। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি।

এদিকে ‘মে ডে’ নামে নতুন একটি সিনেমা নির্মাণ করবেন অজয়। এতে অভিনয় করবেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন অজয়। সিনেমাটিতে তাদের সঙ্গে যোগ হচ্ছেন রাকুল প্রীত সিং।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘দে দে পেয়ার দে সিনেমার পর রাকুলের সঙ্গে অজয়ের এটি দ্বিতীয় সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। আগামী ডিসেম্বরে হায়দরাবাদে সিনেমাটির শুটিং শুরু ও শেষ করতে চান অজয়।’

আরও পড়ুন: ‌‘অবশেষে জানা গেল আলিয়ার সেই লেহেঙ্গা রহস্য

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই সিনেমার শুটিংয়ে যোগ দেবেন রাকুল। অমিতাভের সঙ্গে অভিনয় করার ব্যাপারে বেশ উচ্ছ্বসিত তিনি। এই অভিনেত্রী বলেন, ‘যখন অভিনয় শুরু করি তখন থেকেই ইচ্ছা ছিল একদিন জনাব অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা করব।

এই সিনেমা আমার সেই স্বপ্ন পূরণ করছে। অজয় স্যারের সঙ্গে আবার কাজ করব তাই বেশ শিহরিত। এবার তিনি শুধু আমার সহ-অভিনেতাই নন পরিচালকও।’

এর আগে ‘সত্যাগ্রহ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অজয় ও অমিতাভ। সিনেমাটিতে অজয় পাইলটের ভূমিকায় অভিনয় করবেন। তবে অমিতাভ ও রাকুলের চরিত্র কী হবে তা এখনো গোপন রাখা হয়েছে।Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here