Latest: প্যান্ট ছাড়াই নোরা ফাতেহির ‘গারমি’ গানে নাচলেন ঝুমা বৌদি! দেখুন সেই ভিডিও

Latest: প্যান্ট ছাড়াই নোরা ফাতেহির ‘গারমি’ গানে নাচলেন ঝুমা বৌদি! দেখুন সেই ভিডিও

অন্তরা বিশ্বাস নামটা চেনা চেনা ঠেকছে কি? আচ্ছা তাহলে ঝুমা বৌদি বা মোনালিসা? হ্যা ঠিক ধরেছেন সেই বৌদি যিনি বছর খানেক আগে একটি ওয়েব সিরিজ সিজন 2-তে আলোড়ন ফেলেছিলেন।

অল্পদিনের মধ্যেই হা’র্টথ্র’ব হয়ে উঠেছিলেন পুরুষদের। তারই আসল নাম অন্তরা বিশ্বাস। এখন তিনি নজর নামের একটি হিন্দি সিরিয়ালে ডাকিনীর ভূমিকায় রয়েছেন।

অন্যান্যদের মত তিনিও লকডাউনে বাড়িতে থাকলেও তাতেও থেমে নেই তার জনপ্রিয়তা। সেলুলয়েডের পর্দাতে তো বটেই নেট দুনিয়াতেও তার জনপ্রিয়তা আকাশছোঁয়া।

আরও পড়ুন : আরবে গিয়ে বার বার কাকে চোখ মারছেন উর্বশী রাউটেলা ?

সোশ্যাল মিডিয়ায় তার ফ্যান ফলোইং বাড়ছে দিন দিন আর হবে নাই বা কেন প্রায় দিনই যে নিজের নানান ছবি ও ভিডিও শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি তার আবার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

নোরা ফাতেহীর হাই গারমি নাচটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। আর নোরা ফাতেহীর নাচ মানেইতো হিল্লোল তোলে সকলের মনে। তবে কম যাননি মোনালিসাও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কালো রঙের একটি short one piece এ অসাধারন ভাবে নেচে চলেছেন তিনি। গানে তালে তালে মেতে উঠেছেন তিনি।

এই ভিডিওতে কমেন্টবক্স ভরে গেছে প্রশংসাতে। যখনি তিনি সোশ্যাল মিডিয়াতে ধরা দেন তখনি উষ্ণতা ছড়িয়ে দেন চারপাশে আর যা যুবকদের মনে ঝড় তোলার জন্য যথেষ্ট।Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here