Latest: বৌভাতে বেনারসিতেই সাজবেন দেবলীনা | West Bengal News 24

Latest: বৌভাতে বেনারসিতেই সাজবেন দেবলীনা | West Bengal News 24

আর কিছুদিনের মধ্যেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন গৌরব-দেবলীনা। ইতিমধ্যেই দুই পরিবারের মধ্যে বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। শ্যুটিংয়ের ব্যস্ততা, তবে কেমন সাজবেন জীবনের বিশেষ দিনে সেই প্রস্তুতি শুরু করে ফেলেছেন দেবলীনা।

বিয়ের আগে ইনস্টাগ্রামে নতুন লুকে ধরা দিলেন দেবলীনা। ক্যাজুয়াল সাদা টি-শার্টের সঙ্গে মাথায় লাল ওড়না দিয়ে ছবি তুলে পোস্ট করেন তিনি।

ছবিতে ক্যাপশেন লেখেন ‘বানু ম্যায় তেরি দুলহন’, দুলহানিয়ার সাজে সাজতে একদম প্রস্তুত টলিপাড়ার রঙ্গবতী গার্ল, তা ভালোই বোঝা যাচ্ছে।

বিয়ের দিন লাল বেনারসীতে সকলের নজর কাড়তে চান দেবলীনা। মহানায়ক উত্তমকুমার ভীষণ পছন্দ করতেন বেনারসি শাড়ি। তাই দেবলীনার শাশুড়ি মায়ের ইচ্ছে, বিয়ের পাশাপাশি বৌভাতের দিনও শাড়িতে সেজে উঠুক পুত্রবধূ।

আরও পড়ুন: বোল্ড ছেড়ে ডিকশনারি লুকে নেট দুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী নুসরত জাহান

জানা গেছে, একদমই অনুষ্ঠান একদম ঘরোয়া হবে। সব রীতিনীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। বিয়ের আসরে শুধু পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন।

বিয়েতে ডিজাইনার অভিষেক রায়ের তৈরি পোশাকে সেজে উঠবেন গৌরব চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই আইবুড়ো ভাত খাওয়ার পর্ব শুরু করে দিয়েছেন গৌরব। দু-দিন আগেই করুণাময়ী রাণী রাসমণির সেটে গোটা ইউনিট আইবুড়ো ভাত খাইয়েছে গৌরবকে।

করোনা আবহের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা। অতিমারির কারণে প্রথমেই বিয়ে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

নতুন বছরে, মার্চ মাসে বিয়ের রিসেপশনের প্ল্যান রয়েছে তাঁদের। বিয়ের পরই শ্যুটিং সেটে ফিরতে হবে গৌরব-দেবলীনাকে তাই মধুচন্দ্রিমার প্ল্যান নেই, তবে জানা গিয়েছে পুরীতে জগন্নাথ দর্শনে যাবে নবদম্পতি।

 Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here