Latest: দীপিকা নয়, ‘তারা’

Latest: দীপিকা নয়, ‘তারা’

‘তমাশা’ ছবির ৫ বছর পূর্তি উপলক্ষে টুইটারে নিজের নাম পরিবর্তন করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

টুইটারে এই অভিনেত্রী ছিলেন দীপিকা নামে। এখন তার নাম ‘তারা’।

‘তমাশা’ ছবির ৫ বছর পূর্তি উপলক্ষে স্মৃতিচারণও করেন এই অভিনেত্রী। তার চরিত্রের নাম ছিল ‘তারা’। ছবিতে বেদের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কাপুর। এই ছবিতে রণবীর কাপুরের অভিনয় প্রশংসিত হয়।

অন্যদিকে গল্প বলার অভিনবত্ব, ছবি নির্মাণের কৌশল, গানের ব্যবহার সব মিলিয়ে পরিচালক ইমতিয়াজ আলির ঝুলিও ভরে উঠেছিল প্রশংসায়।

আরও পড়ুন: গোয়েন্দা রুপে আলিয়া ভাট, কিভাবে করবেন রহস্য সমাধান?

সামাজিক ইস্যু নিয়ে তৈরি সেই ছবিটির পাঁচ বছর বয়স পূর্তি হল শুক্রবার। নিজের টুইটারের নাম বদলের মধ্যে দিয়েই ওই দিনটি পালন করলেন দীপিকা।

শুধু তাই নয়, টুইটারের ছবিটিও বদলে দিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। ‘তমাশা’ ছবির একটি পোস্টার আপলোড করে দিয়েছেন।

ছবিতে দেখা যাচ্ছে, রণবীর কাপুর আর দীপিকা একে অপরের ঘাড়ে হাত দিয়ে রয়েছেন। তাদের হাস্যেজ্বল দেখাচ্ছে।

 

The post দীপিকা নয়, ‘তারা’ first appeared on West Bengal News 24.

Source link

Follow and like us:
0
20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here