Latest: মন্ত্রীর নিমন্ত্রণ না রাখায় বিদ্যার শুটিং বন্ধ!

Latest: মন্ত্রীর নিমন্ত্রণ না রাখায় বিদ্যার শুটিং বন্ধ!

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। করোনা মহামারির কারণে দীর্ঘদিন বিরতির পর তার ‘শেরনি’ সিনেমার শুটিং শুরু করেছেন।

ভারতের মধ্য প্রদেশের বালাঘাট জঙ্গলে চলছে সিনেমাটির শুটিং। কিন্তু গত এক মাস টানা চললেও হঠাৎ তাদের শুটিং বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিদ্যার সিনেমার শুটিং বন্ধ করে দিয়েছেন মধ্য প্রদেশের মন্ত্রী বিজয় শাহ। ‘ডার্টি পিকচার’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীকে নাকি নৈশভোজের নিমন্ত্রণ করেছিলেন মন্ত্রী। কিন্তু বিদ্যা রাজি না হওয়ায় সিনেমার শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। শুটিংয়ের গাড়ি শুটিং স্পটে ঢুকতে গেলে বাধা দেওয়া হয়।

আরও পড়ুন: সালমান-রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ক্যাটরিনা

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিজয় শাহ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘যারা শুটিংয়ের অনুমতি নিয়েছিলেন তারা আমাকে দুপুরের খাবার/নৈশভোজের নিমন্ত্রণ করেছিলেন। আমি বলেছি, এখন সম্ভব নয়, মহারাষ্ট্রে গেলে তাদের সঙ্গে দেখা করব। দুপুরের খাবার/নৈশভোজের নিমন্ত্রণ বাতিল হয়েছে কিন্তু শুটিং না।’

‘শেরনি’ সিনেমা পরিচালনা করছেন অমিত মাসুকার। এটি প্রযোজনা করছেন বিক্রম মালহোত্রা।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here