Latest: শ্রাবন্তীর তৃতীয় সংসারেও ভাঙন, মিললো চাঞ্চল্যকর তথ্য

Latest: শ্রাবন্তীর তৃতীয় সংসারেও ভাঙন, মিললো চাঞ্চল্যকর তথ্য

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর তৃতীয় সংসারেও ভাঙনের সুর লেগেছে। মিডিয়ায় বেশ কিছুদিন ধরে ভাসছে রাজীব, কৃষাণের পর এবার রোশানের সঙ্গেও বিবাহবিচ্ছেদ হচ্ছে শ্রাবন্তীর। এমনকি তারকা এ দম্পতি যে এক ছাদের নিচে থাকছেন না সেই খবরও এসেছে বেশ কয়েকবার।

শ্রাবন্তী ও রোশানের এমন কি হল? যার কারণে বিবাহবিচ্ছেদের মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে?

সম্প্রতি শ্রাবন্তী নিজের মা-বাবার সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘তাকে সব অবস্থায় সমর্থন জানিয়ে এসেছেন এরাই।’

আরও পড়ুন : চুমু খেয়ে কাজ পাই না, মুখ খুললেন ‘ত্রিনয়নী’ খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস

সেখানে শ্রাবন্তীর সিঁথিতে জ্বলজ্বল করছিলো সিঁদুর। ছবি দেখে অনুরাগীরা নতুন জল্পনায় মেতেছেন।

অন্যদিকে রোশান সিং ও কিন্তু ছেড়ে কথা বলছেন না। শ্রাবন্তীর ওই পোস্টের পরেই রোশান আত্মজা বন্দ্যোপাধ্যায়ের উক্তি ধার করে পাল্টা পোস্টও করেন। সেখানে তিনি লেখেন, ‘সুখী দাম্পত্যের চাবিকাঠি পারস্পরিক বিশ্বাসের মধ্যে লুকিয়ে। বিয়ের গুরুত্ব বোঝাতে সিঁদুর ভীষণ দুর্বল চিহ্ন।’

রোশন এই উক্তির সমর্থনে অর্থপূর্ণ ক্যাপশনও লিখেন, ‘আমি পুরোপুরি সহমত। স্বামী বা প্রাক্তনের আপত্তি সত্ত্বেও কিছু নারী তার নামে জোর করে সিঁদুর পরেন। এই ধরনের নারীকে ভীষণ ঘৃণা করি।’Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here