Latest: বয়সে বড় ও ‘ম্যাচিওর্ড’ নারীদের পছন্দ করতেন প্রিয়াঙ্কার স্বামী

Latest: বয়সে বড় ও ‘ম্যাচিওর্ড’ নারীদের পছন্দ করতেন প্রিয়াঙ্কার স্বামী

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তবে এবার নিক সম্পর্কে ভিন্ন এক তথ্য উঠে এসেছে। জানা যায় প্রিয়াঙ্কার সাথে দেখা হওয়ার আগে বেশ কয়েকটি প্রেম করেছে নিক।

প্রিয়াঙ্কা চোপড়ার আগে যে সব নারীদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নিক তার একটি বড় অংশই ছিল নিকের চেয়ে বয়সে বড়। অথ্যাৎ শুধু প্রিয়াঙ্কায় নয় এমন বয়সে বড় আরও অনেক মেয়েই এসেছে তার জীবনে। এ থেকে স্পষ্ট যে নিকের থেকে বয়সে বড় ও ‘ম্যাচিওর্ড’ নারীদের পছন্দ করেন তিনি।

মাইলি সাইরাস ও সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর অস্ট্রেলিয় গায়িকা ডেল্টা গুডরেমের প্রেমে পড়েন নিক জোনাস। বয়সের ব্যবধান আট বছর। ২০১২ সালে তাঁদের সম্পর্ক বিচ্ছেদ ঘটে।

এমিলি ইন প্যারিস’ খ্যাত লিলি কোলিন্সের সঙ্গেও একটি সম্পর্ক তৈরি হয়েছিল নিকের। কিন্তু সে বিষয়ে খুব একটা বেশি তথ্য পাওয়া যায় না। লিলির বয়স তখন ২৯। নিক ছিলেন ২৬।

আরও পড়ুন: বাথরুমে ঘনিষ্ঠ মুহূর্তে অনন্যা পাণ্ডের বোন

অভিনেত্রী কেট হাডসন ও নিকের সম্পর্কটি নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। নিকের থেকে ১৪ বছরের বড় কেট। আমেরিকার একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমাদের দু’জনের সম্পর্কটি অত্যন্ত সুন্দর ছিল। কেটকে আমি প্রচণ্ড সম্মান করি। কারণ তিনি একজন অসাধারণ মানুষ।

বয়সে বড় ও ‘ম্যাচিওর্ড’ নারীদের পছন্দ করতেন প্রিয়াঙ্কার স্বামী

গায়িকা রিটা ওরা অথবা নিক জোনাস, কেউই তাঁদের প্রেম নিয়ে কোনও দিন সে ভাবে মুখ খোলেননি। কিন্তু একটি ওপেন সিক্রেট ছিল। ‘হোয়াট ডু আই মিন টু ইউ’ নামে নিক জোনাস যে গানটি লিখেছিলেন, সেটি আদপে রিটাকে উৎসর্গ করা। সেই গানে রিটার নামও ছিল। রিটা নিকের থেকে দু’বছরের বড়।

ভারতীয় অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া তাঁর জীবনে আসেন। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ১১ বছরের। কয়েক মাস প্রেম করার পর তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। দু’বছর হয়ে গেল তাঁদের সুখী দাম্পত্য জীবনের। বয়সে বড়় প্রিয়ঙ্কার সঙ্গে নিক অনেক বেশি স্বতঃস্ফূর্তে থাকতে পারেন।

 Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here