Latest: বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন সাইফ

Latest: বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলী খান। তার পরবর্তী সিনেমা ‘আদিপুরুষ’ প্রসঙ্গে বলতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেতা। তবে এজন্য ক্ষমা চেয়েছেন তিনি।

এক বিবৃতিতে সাইফ আলী খান বলেন, ‘সম্প্রতি এক সাক্ষাৎকারে আমার বক্তব্য বিতর্ক সৃষ্টি এবং মানুষের অনুভূতিতে আঘাত করেছে। কিন্তু এটি আমার উদ্দেশ্য ছিল না। আমার বক্তব্যের জন্য সকলের কাছে ক্ষমা চাইছি। দেবতা রামকে আমি সবসময়ই ন্যায়পরায়ণতা ও বীরত্বের প্রতীক মনে করি। আদিপুরুষ সিনেমায় মন্দের বিরুদ্ধে ভালোর বিজয় দেখানো হবে এবং সিনেমার টিম কোনো বিকৃতি ছাড়াই পুরো বিষয়টি তুলে করার চেষ্টা করছেন।’

‘আদিপুরুষ’ সিনেমায় লঙ্কেশ অর্থাৎ রাবণ চরিত্রে অভিনয় করছেন সাইফ। এক সাক্ষাৎকারে তিনি বলে, ‘এমন একজন নিষ্ঠুর রাজার চরিত্রে অভিনয় সত্যিই মজার। তবে বোন শূর্পণখার নাক কাটার পর সীতাহরণ ও রাম-রাবণের যুদ্ধ কতটা ন্যায়সঙ্গত ছিল বিনোদন জোগানোর বিষয়টি বিবেচনা করে তা দর্শকের সামনে তুলে ধরা হবে।’

সীতাহরণের বিষয়টি ন্যায়সঙ্গতভাবে তুলে ধরা নিয়ে তার বক্তব্য মোটেও পছন্দ হয়নি নেটিজেনদের। এরপর অনেকেই লঙ্কেশের চরিত্র থেকে তাকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: নগ্ন দৃশ্যে অভিনয় করা নিয়ে যা বললেন কারিনা

বিজেপি সাংসদ রাম কদম মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘তার পরবর্তী সিনেমা আদিপুরুষ নিয়ে অভিনেতা সাইফ আলী খান অত্যন্ত দুঃখজনক মন্তব্য করেছেন। এতে তিনি রাবণ চরিত্রে অভিনয় করছেন এবং বলেছেন, মা সীতাকে অপহরণের বিষয়টি ন্যায়সঙ্গতভাবে তুলে ধরা হবে।

রাবণের মানবিক দিক তুলে ধরা এবং রামের সঙ্গে তার যুদ্ধের বিষয়টি ন্যায্য ছিল তা প্রমাণ করা হবে। তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র সিনেমার পরিচালক ওম রাউত হিন্দু ও মারাঠিদের শ্রেষ্ঠত্ব তুলে ধরে বিশ্বে খ্যাতি পেয়েছেন। তিনি যদি আদিপুরুষ সিনেমায় মা সীতাকে অপহরণের বিষয়টির জন্য রাবণকে মানিবকভাবে তুলে ধরার চেষ্টা করেন তা মেনে নেওয়া হবে না। আশা করব শুভ বুদ্ধির উদয় হবে।’

‘রামায়ণ’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘আদিপুরুষ’। তিন ভাগে তৈরি হবে সিনেমাটি। এতে রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। অন্যদিকে, সীতা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে অভিনেত্রী কৃতি স্যাননকে এই চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। ২০২২ সালের ১১ আগস্ট এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তির কথা রয়েছে।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here