Latest: বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সাইফ আলী খান

Latest: বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন সাইফ আলী খান

রাবণের মানবিক দিক এবং সীতাহরণকে ন্যায়ের দৃষ্টিতে দেখানো হবে ছবিতে। সাইফ আলী খানের এমন মন্তব্যের পরই বিতর্কের আগুন জ্বলে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার পাশাপাশি সাইফের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা রাম কদমও।

সাইফ আলী খানকে হুঁশিয়ারি করে রাম কদম বলেন, ‘সাইফের এমন মন্তব্য কোনোভাবেই মুখ বুজে সহ্য করা হবে না।’ ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্যাপক সমালোচনা মুখে নিজের অবস্থান থেকে সরে এসেছেন সাইফ আলী। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেন এ বলিউড অভিনেতা।’

এবার বড়পর্দায় আসছে রামায়ণের কাহিনি। নাম ‘আদিপুরুষ’। এতে রামের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস। সীতার ভূমিকায় দেখা যাবে কৃতী স্যাননকে। আর রাবণ অর্থাৎ লঙ্কেশ্বরের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলবেন বলিউডের নবাব সাইফ।

এ ছবি নিয়েই মন্তব্য করে বিপাকে পড়েন সাইফ আলী খান। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, রাবণের মানবিক দিক এবং সীতাহরণ কতটা ন্যায়সঙ্গত ছিল, সেটাই দেখানো হবে। এরপর থেকেই নিন্দার ঝড় ওঠে নেটদুনিয়ায়। টুইট করে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা রাম কদম।

আরও পড়ুন : ৪৫০ কোটি বাজেটের সিনেমায় আমির

অনেকটা হুমকির মতো রাম কদম লেখেন, ‘সাইফ জানিয়েছেন আদিপুরুষে রাবণের মানবিক দিক দেখানো হবে। সীতাহরণের মতো ঘৃণ্য কাজের ন্যায়সঙ্গত কারণ ব্যাখ্যা করা হবে। এমনকি রামের বিরুদ্ধে রাবণের লড়াইকেও ইতিবাচকভাবে তুলে ধরা হবে। ওম রাউত (পরিচালক), আপনার ছবি ‘তাহনাজি’ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। কারণ সেখানে হিন্দুদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা হয়েছিল। মারাঠাদের সম্মানে আঁচ লাগেনি। কিন্তু আদিপুরুষ ছবিতে সীতাহরণকে গৌরবান্বিত করার চেষ্টা করলে তা আমরা কখনোই মেনে নেব না। আশা করি, সঠিক সিদ্ধান্তই নেবেন।’

বিজেপি নেতার মন্তব্যের পর আর বিতর্কে যাননি সাইফ আলী খান। বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। তিনি বলেন, ‘শুনলাম- সাক্ষাৎকারে আমার একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তা মানুষের ভাবাবেগেও আঘাত করেছে। আমি কখনোই এমনটা করতে চাইনি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং নিজের মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। রাম সর্বদাই আমার আছে একজন আদর্শ পুরুষ। আর আদিপুরুষে খারাপের উপর ভালোর জয়কেই ফুটিয়ে তোলা হবে।’Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here