Latest: সালমান খানের নতুন ছবির ফার্স্টলুক ভাইরাল

Latest: সালমান খানের নতুন ছবির ফার্স্টলুক ভাইরাল

সালমান খান

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সালমানের নতুন ছবি ‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’ এর ফার্স্টলুক। সেই ছবিতে একজন শিখের চরিত্রে অভিনয় করতে চলেছেন সালমান। সেই ফার্স্টলুকের ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন সালমানের বোন জামাই আয়ুষ শর্মা। সেটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

সালমানের হাত ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন আয়ুষ। ২০১৮ তে মুক্তি পায় তার প্রথম ছবি ‘লাভযাত্রী’। এবারে আয়ুষের ক্যারিয়ার বেশ বড় রকমের লাফ দিতে চলেছে। কারণ এই প্রথমবার সুপারস্টার সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি।

আরও পড়ুন: রাজ কাপুর-দিলীপ কুমারের আদি বাড়ির দাম জানালো পাকিস্তান

‘অন্তিম: দ‍্য ফাইনাল ট্রুথ’ পরিচালনা করছেন মহেশ মঞ্জরেকর। জানা গেছে, মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলসি প‍্যাটার্ন’ এর উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে এই ছবি। তবে ছবিতে নায়িকা কে থাকছেন তা এখনো জানা যায়নি।

 Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here