Latest: ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক খুঁজে পাচ্ছি না

Latest: ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক খুঁজে পাচ্ছি না

ডিসেম্বরের মেঘলা সকাল। কুয়াশার চাদরে মোড়ানো চারদিক। ঘুম জড়ানো চোখে, নো মেক আপ লুকে আনমোড়া ভাঙছেন ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আলস্য জড়ানো এমন একটা দিনে ভালোবাসতে ইচ্ছে করছে তার। সকাল সকাল ফেসবুক পেজে নিজের ঘুম ভাঙার ছবি পোস্ট করে মনের ইচ্ছা জানিয়ে দিলেন শ্রীলেখা।

বরাবরই মনের কথা খুলে বলতে ভালোবাসা শ্রীলেখার ‘ভীষণ’ প্রেম পাচ্ছে আজ। কিন্তু শুধু প্রেম পেলেই তো হলো না। চাই একজন মনের মানুষ। তাকেই নাকি এখনও খুঁজে পাননি অভিনেত্রী। নিজের কপালকে সেই জন্য দুষে তিনি লিখলেন, ‘এই ওয়েদারে ভীষণ প্রেম পাচ্ছে কিন্তু প্রেমিক পাচ্ছি না… সবই কপাল।’

আরও পড়ুন : স্বামীর শেষ ছবিটাও মুছে ফেললেন শ্রাবন্তী

নিজের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে ভালোবাসেন শ্রীলেখা। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন প্রায় প্রতি মুহূর্তের আপডেট। দিন কয়েক আগেই মেয়ের জন্মদিনে ‘টুম্পা’ গানে নেচে বাজিমাৎ করেছেন এই অভিনেত্রী।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here