Latest: বন্ধুর জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক কমালেন অক্ষয়

Latest: বন্ধুর জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক কমালেন অক্ষয়

অক্ষয় অভিনীত কেশরি, মিশন মঙ্গল, হাউসফুল ফোর ও গুড নিউজ ছবিগুলো বলিউড বক্স অফিসে ১০০ কোটি টাকার ওপরে আয় করেছে। যত দিন যাচ্ছে, বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের চাহিদা ততই বাড়ছে।

নামীদামি সব প্রযোজক এই বলিউড তারকার পেছনে রীতিমতো লাইন দিয়েছেন। এমনকি অক্ষয়ের আকাশছোঁয়া চাহিদা হাসিমুখে মেনে নিচ্ছেন তারা।

এবার এক নির্মাতা বন্ধুর জন্য নিজের পারিশ্রমিক কমিয়ে আলোচনায় এলেন তিনি। ছবি পিছু যেখানে ১১০ বা ১২০ কোটি টাকা নিয়ে থাকেন অক্ষয়, সেখানে সাজিদ নাদিওয়ালার অনুরোধ রেখেই ৯৯ কোটিতে রাজি হয়েছেন ‘মিস্টার খিলাড়ি’ খ্যাত এই অভিনেতা।

আরও পড়ুন: এবার আসছে কৃষ-৪, হৃত্বিকের নায়িকা হবেন কিয়ারা

ভারতের সংবাদম্যাম জানায়, অক্ষয়ের পরবর্তী ছবি “বচ্চন পাণ্ডে”-র জন্য ১২০ থেকে ৯৯ কোটিতেই রাজি হয়েছেন অক্ষয়। করোনার কারণে এই বাজেটে রাজি হওয়ায় বেশ খুশি হয়েছেন তার বন্ধু সাজিদ নাদিওয়ালা।

সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের ৬ জানুয়ারি থেকে এই ছবিটি শুটিং ফ্লোরে গড়াবে। এই ছবিতে অক্ষয়কে দেখা যাবে গ্যাংস্টারের চরিত্রে, যে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে। অক্ষয় ছাড়াও এতে আরও থাকছেন জ্যাকলিন ফার্নান্দেজ, কৃতি শ্যাননও।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here