Latest: অশালীন মন্তব্যের কড়া জবাব দিলেন স্বস্তিকা

Latest: অশালীন মন্তব্যের কড়া জবাব দিলেন স্বস্তিকা

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও অশালীন মন্তব্যের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে এই অশালীন মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন।

সদ্য মুক্তি পাওয়া ‘চরিত্রহীন’ সিজন ৩ নিয়ে কথা বলেছিলেন একটি ভিডিওতে। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। খবর আনন্দবাজারের।

ওয়েব সিরিজের প্রসঙ্গে মানসিক অবসাদের কথা বলেছিলেন অভিনেত্রী। ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেন, ‘সবার দরকার এমন একজনকে যে মনের কথা শুনবে।’

ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টটিই শ্লীলতার মাত্রা ছাড়ানো। এক নারী কমেন্টে লেখেন, ‘শুনবে ও শোবে‘।

আরও পড়ুন : অতীতের মুখোমুখি হয়ে কেঁদে দিলেন আমিশা পাটেল

ওই নারী যে যৌনতার সঙ্গে অশ্লীলতাকে গুলিয়ে ফেলেছেন, সে কথাই ভালভাবেইবু ঝিয়ে দিয়েছেন স্বস্তিকা। তিনি বলেন, ‘যৌনতা নিয়ে নাক সিঁটকানোর কী আছে? এটা তো স্বাভাবিক বিষয়!’

এর উত্তরে স্বস্তিকার শিক্ষা নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনরা। তারা বলেন, ‘সবাই শুধু গালভরা প্রশংসা করবে না। সমালোচনা করলেই দোষ? নিজেকে কী ভাবেন? মেরিল স্ট্রিপ?’

প্রশ্নটির সহজ উত্তরও দেন এই অভিনেত্রী। সঙ্গে যুক্তি দিয়ে সমালোচনা ও ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করার মধ্যে পার্থক্যটিও বোঝান। তিনি বলেন, ‘আমি নিজেকে স্বস্তিকা মুখোপাধ্যায় ভাবি। আপনি তো আমার অভিনয় নিয়ে সমালোচনা করেননি। আপনি বললেন কথা বলা আর শোওয়া নিয়ে।’

স্বস্তিকা জানালেন, তার বাবা-মা তাকে শিখিয়েছেন, অন্যের প্রোফাইলে গিয়ে ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা উচিত নয়। তাই তিনি এই শিক্ষা নিয়েই খুশি।

শেষে চরিত্রহীন সিরিজ নিয়ে তার স্পষ্ট বক্তব্য হলো, ‘পয়সা দিয়ে দেখতে হয়। যদি সিরিজটিকে অশ্লীল বলে মনে হয়, তাহলে পয়সা খরচ করে দেখার দরকার নেই। ‘একদম পয়সা নষ্ট করবেন না। এমনিই কোভিডের বাজার।’

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here