Latest: প্রেমিকসহ আলোচনায় সুস্মিতা!
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন দুই বছর ধরে প্রেম করছেন রহমান শলের সঙ্গে। বয়সে ছোট রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। বি-টাউনের সবাই জানেন তাদের বিষয়ে।
এদিকে দুবাইয়ে ক্রিসমাস পার্টি করেছেন সুস্মিতার ভাই রাজীব সেন। সেখানে ছিলেন রাজীবের স্ত্রী চারু আসোপা, সুস্মিতা এবং রহমান। পার্টির একটি ভিডিও শেয়ার করেছেন রাজীব। তাতে রহমান শলকে জিজু বলে সম্বোধন করেছেন চারু।
আরও পড়ুন : অনুষ্কা ‘বেবি বাম্প’ কোহলির চোখে ‘বিউটিফুল’
তাতেই চোখ আটকে গেছে নেটিজেনদের। প্রশ্ন উঠেছে, রহমানকে বিয়ে করেছেন সুস্মিতা? নাকি খুব শিগগির মিস্টার এবং মিসেস হতে যাচ্ছেন তারা? এসব প্রশ্নের উত্তর জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে অনেক দিন। কারণ, আপাতত বিয়ের পরিকল্পনা নেই সুস্মিতা। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম সূত্রেই রহমানের সঙ্গে পরিচয় সুস্মিতার। সেখান থেকে বন্ধুত্ব, তারপর প্রেম। ১৫ বছরের ছোট রহমান বেশ কেয়ার করে সুস্মিতা এবং তার দুই পালিত মেয়ের। তাদের নিয়ে বেশ আনন্দেই কাটছে সাবেক এ বিশ্ব সুন্দরীর দিন।
সূত্র: সময় টিভি
The post প্রেমিকসহ আলোচনায় সুস্মিতা! first appeared on West Bengal News 24.