Latest: আবার বিয়ে করবেন নেহা! – West Bengal News 24

Latest: আবার বিয়ে করবেন নেহা! – West Bengal News 24

বলিউড প্লেব্যাক গায়িকা নেহা কাঙ্কর। কয়েকদিন আগেই প্রেমিক রোহানপ্রীত সিংকে বিয়ে করেছেন তিনি। কিন্তু আবারো বিয়ে করতে চান এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

নেহা ভক্তরা হয়তো এই কথা শুনে একটু চমকে যাবেন! তবে রোহানপ্রীতের সঙ্গে কোনো সমস্যা তৈরি হয়নি তার। বরং তাকেই আবার বিয়ে করতে চান। কিন্তু এবার একটু ভিন্নভাবে।

মূলত, ভারতীয় পোশাক পরে বিয়েতে সেজেছিলেন নেহা। বিয়েও হয়েছিল হিন্দু প্রথা অনুসারে। তবে এবার খ্রিষ্টধর্ম মতে ও সাদা গাউন পরে বিয়ে করতে চান ‘দিলবার’ গানখ্যাত এই শিল্পী।

আরও পড়ুন: ফুচকা খেতে খেতে নেহার চিৎকার, পেটে লাথি মারছে বাচ্চা (দেখুন সেই ভিডিও)

নেহা বলেন, ‘আমি খ্রিষ্টধর্ম মতে বিয়ে করতে চাই। আমি হিন্দু ধর্ম মতে বিয়ে করেছি, প্রথা অনুসারে পোশাক পরেছিলাম। এখন সাদা পোশাক পরে বিয়ে করতে চাই। আমরা যদি আবার বিয়ে করতে পারি তাহলে খ্রিষ্টধর্ম মতে করব।’

গত আগস্টে রোহানপ্রীত সিংয়ের সঙ্গে নেহা কাক্করের পরিচয়। একটি গানের ভিডিও করতে গিয়ে তাদের বন্ধুত্ব হয়। এরপর প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরবর্তী সময়ে বিয়ের সিদ্ধান্ত নেন। ২৪ অক্টোবর দিল্লির একটি গুরুদুয়ারায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here