Latest: ২০২১ সালেও নিয়ম ভাঙবেন নুসরাত!

Latest: ২০২১ সালেও নিয়ম ভাঙবেন নুসরাত!

অভিনেত্রী নুসরাত জাহান

টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। নিয়মের বাইরে চলার পক্ষে তিনি। টলিপাড়ার বাসিন্দারা আবার মনে করেন, অনিয়মে চলে আনন্দ পান নুসরাত।

২০২০ সালে টলিপাড়ায় বেশ আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। সংসদ নির্বাচনে অংশ নেওয়া, ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করা, রথে অংশ নেওয়া, দুর্গাপূজার প্যান্ডেলে ঢাক বাজানোসহ বিভিন্ন কাজে অংশ নিয়ে আলোচনায় ছিলেন তিনি। পাশাপাশি বিতর্কের মুখে পড়েছিলেন এ অভিনেত্রী।

২০২১ সালে অনিয়ম করবেন নুসরাত। তারই আভাস দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। নতুন একাধিক ছবি শেয়ার করে নুসরাত ক্যাপশনে লিখেছেন, ‘যদি তুমি সমস্ত নিয়ম ঠিক মেনে চল, তাহলে সব মজাই মাটি!’

আরও পড়ুন: বরফে হবু স্ত্রীর সঙ্গে উষ্ণতায় অঙ্কুশ

ছবিটি প্রকাশের পর হুমড়ি খেয়ে পড়েছে নেটিজেনরা। নুসরাতের রূপের প্রশংসা করছেন সবাই। কেউ কেউ তার দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত হয়েছেন। সৌমেন নামে একজন লিখেছেন, সুন্দর ছবি। চমৎকার। সালমান নামেও একজন কটাক্ষ করে লিখেছেন, একজন সাংসদ ইনি।

২০১১ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন নুসরাত। শত্রু, খোকা ৪২০, খিলাড়ি, জামাই ৪২০, জুলফিকার, লাভ এক্সপ্রেস, নাকাব, এসওএস কলকাতাসহ ব্যবসা সফল একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। ২০১৯ সালের ১৯ জুন নিখিল জৈনকে বিয়ে করেন তিনি।

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here