Latest: আরাধ্যের সঙ্গে গাইলেন অমিতাভ বচ্চন

Latest: আরাধ্যের সঙ্গে গাইলেন অমিতাভ বচ্চন

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের গান গাওয়া নতুন কিছু নয়। এবার তিনি ৯ বছর বয়সী নাতনি আরাধ্য বচ্চনের সঙ্গে প্রথমবার কণ্ঠ মিলিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) অমিতাভ বচ্চন টুইটারে ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতিতে তাদের মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে গান রেকর্ডিং করছেন দাদা অমিতাভ বচ্চন।

ছবির ক্যাপশনে বলিউডের শাহেনশাহ লেখেন, ‘একসঙ্গে স্টুডিওতে মাইকের সামনে দাঁড়িয়ে দাদা এবং নাতনি গান করে।’ অমিতাভের নিজের বাংলো জলসার ভেতরেই এই রেকর্ডিং স্টুডিওটি অবস্থিত।

আরও পড়ুন: পর্ন তারকার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে তুমুল বিতর্ক

এর আগে বেশকিছু সিনেমায় অমিতাভ বচ্চনের কণ্ঠে গান শোনা গিয়েছিল। তালিকায় রয়েছে- ‘টিন, ‘কাহানি, ‘পা’ এবং ‘ভগবান’। গানগুলো সবাই পছন্দ করেছিল। তবে এখন নিজের নাতনির সঙ্গে কেমন গাইলেন ‘বিগ বি’, সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।

২০২০ সালে অমিতাভ বচ্চনের ‘গুলাবো সিতাবো’মুক্তি পেয়েছে। এতে তার সহশিল্পী ছিলেন আয়ুস্মান খুরানা। সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায়।

কিছুদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন অমিতাভ বচ্চন। সুস্থ হয়েই টিভি কুইজ শো ‘কেবিসি-১২’নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।

 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here