Latest: সিগারেটে শরীর নষ্ট হয়, চরিত্র না: শ্রীলেখা

Latest: সিগারেটে শরীর নষ্ট হয়, চরিত্র না: শ্রীলেখা

ধূমপানের বিপদ তো সবাই জানে। এতে স্বাস্থ্যের ক্ষতি হয়। ধূমপান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রথম সারির টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেছেন, ‘সিগারেট খাওয়া খারাপ অভ্যাস। কোনও দিন প্রচার করব না। কিন্তু বদ অভ্যাসের দাস তো আমরা মানুষরাই। আর এখানে গিয়েই সমস্যা। তামাকজাত দ্রব্যে ধ্বংস হয় শরীর। চরিত্র না। এটাই সম্ভবত মানুষ গুলিয়ে ফেলেন। এতে বেশি করে টার্গেট করা হয় নারীদের।’

টার্গেট করেন কারা? এই প্রশ্নের উত্তরে একটি উদাহরণ দিলেন অভিনেত্রী। তিনি জানালেন, ‘কখনওই কেবল পুরুষরা নন। একজন নারীর চরিত্রহননে কোনও লিঙ্গই কম যায় না। সোশ্যাল মিডিয়ায় একজন নারী রয়েছেন যিনি আমাকে সব প্ল্যাটফর্মেই ফলো করেন। আমার সমস্ত ছবি দেখেন এবং কুৎসিত মন্তব্য করেন। ব্লক করলে অন্য মাধ্যমে আমাকে ফলো করেন।’

আরও পড়ুন : মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার নায়িকা

সমস্ত পরিস্থিতি পরখ করে শ্রীলেখা একটি কল্প ঘটনার কথা বললেন, ‘এটা সকলেই জানে যে, আমি এই বদ অভ্যাসের দাস। আমি সিগারেট খাই। কিন্তু কোনও দিন সিগারেট খাওয়ার ছবি আমি পোস্ট করব না। কারণ, এই প্রচারটা আমি করতে চাই না। কিন্তু ধরে নেওয়া যাক, কোনও দিন অন্য কোনও সূত্রে যদি আমার সিগারেট খাওয়ার ছবি সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়ে যায়, তবে আর রক্ষে নেই আমার। আমার চরিত্র ধুলোয় মিশিয়ে দিতে বাকি রাখবেন না কেউ। এটা তো হওয়ার কথা নয়!’

সূত্র: আনন্দবাজার

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here