Latest: ৫ম বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন

Latest: ৫ম বিয়ে করলেন পামেলা অ্যান্ডারসন

ফের বিয়ে করলেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। পঞ্চমবারের মতো মালাবদল করলেন ৫৩ বছর বয়সী এ তারকা। নিজের বডিগার্ড ড্যানের সঙ্গে এবার সংসার পাতলেন তিনি।

জি নিউজ জানায়, করোনাভাইরাসের জেরে লকডাউন শুরু হলে ভ্যাঙ্কুভার দ্বীপে নিজের বাগান বাড়িতে থাকতে শুরু করেন পামেলা। ওই সময়ই নিরাপত্তা রক্ষী ড্যানের সঙ্গে সম্পর্কে জড়ান বে ওয়াচ খ্যাত তারকা।

ড্যানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরপরই ২৫ ডিসেম্বর নিজের বাগান বাড়িতে তার সঙ্গে আংটি বদল করেন পামেলা।

আরও পড়ুন : বেবি বাম্পের ছবি শেয়ার করে ট্রোলের শিকার কারিনা

ভ্যাঙ্কুভারের এই বাগানবাড়ি তিনি গত ২৫ বছর আগে নিজের দাদার কাছ থেকে কিনে নিয়েছিলেন। এই বাড়িতে তার বাবা-মায়েরও বিয়ে হয়। এই বাড়িতে বিয়ে করেই তার বাবা, মা এখনও একসঙ্গে রয়েছেন বলে জানান পামেলা।

সে কারণে ভালবাসার মানুষ ড্যানের সঙ্গেও তিনি এই বাড়িতেই বিয়ের পিঁড়িতে বসেন বলে জানান পামেলা। বিয়ের দিন নীল রঙের গাউনে সেজে ড্যানকে আপন করে নেন পামেলা।

প্রসঙ্গত, রিক সলোমন, টমি লি এবং কিড রকের সঙ্গে এর আগে পরপর ৪বার গাঁটছড়া বাঁধেন পামেলা। যার মধ্যে রিক সলোমনের সঙ্গে ২০১৪ এবং ২০১৭, পরপর দুই সালে আংটি বদল করেন অ্যান্ডারসন।

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here