Latest: Mia Khalifa : ভারতে কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন মিয়া খলিফা
ভারতে ক্রমেই জোরালো হচ্ছে কৃষিবিল বিরোধী আন্দোলন। যা নিয়ে অনেকেই কৃষকদের সমর্থনে এগিয়ে আসছেন। মার্কিন পপ সেনসেশন রিহানা, আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের পর এবার ভারতের কৃষকদের প্রতি নিজের সমর্থন প্রকাশ করলেন সাবেক পর্নতারকা মিয়া খলিফা।
আজ বুধবার টুইটারে ভারতের কৃষিবিল বিরোধীতায় বসা নারীদের ছবি পোস্ট করে একটি বিস্ফোরক ক্যাপশন জুড়ে দেন মিয়া। তার মতে, ভারতের রাজধানীতে ২৬ জানুয়ারি যা ঘটেছে তা মানবাধিকারকে লঙ্ঘন করে। তিনি লেখেন, ‘ কী ঘটছে? এটা কি মানবাধিকার লঙ্ঘন নয়? ওরা নয়া দিল্লিতে ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে দিয়েছে’।
আরও পড়ুন : কারিশমার সঙ্গে প্রেম ভেঙে বিপদে পড়েছিলেন অজয় দেবগন
এর আগে টুইটারে থানবার্গ লিখেছেন, ভারতে কৃষকদের প্রতিবাদকে আমরা সমর্থন জানাচ্ছি। এরপর তিনি #FarmersProtest হ্যাশট্যাগও দেন তার পোস্টে। এছাড়া মার্কিন গায়িকা রিহানা টুইটে লিখেছেন, আমরা এ নিয়ে কেন কথা বলছি না?