Latest: Nora Fatehi : আলোচনায় নোরা ফাতেহি, ঝড় তুললেন নতুন গানে (দেখুন সেই ভিডিও)

Latest: Nora Fatehi : আলোচনায় নোরা ফাতেহি, ঝড় তুললেন নতুন গানে (দেখুন সেই ভিডিও)

নতুন মিউজিক ভিডিওতে নাচ আর অভিনয়ে আবারও ঝড় তুললেন নোরা ফাতেহি। বৃহস্পতিবার টি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার পর ইতোমধ্যে ছয় মিলিয়নের বেশিবার দেখা হয়েছে গানটি।

গুলশান কুমার ও টি-সিরিজ পরিবেশিত ‘ছোর দেঙ্গে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন পরম্পরা ট্যান্ডন। মূল চরিত্রে অভিনয় করেছেন নোরা ফাতেহি ও ইহান ভাট। গানটির কথা লিখেছেন যোগেশ দুবে আর সংগীতায়োজন করেছেন সচেত-পরম্পরা।

আরও পড়ুন : নিকের সঙ্গে প্রিয়াঙ্কার ম্যাচিং ট্যাটুর রহস্য ফাঁস

শুধু গান বা নাচ নয়, পরিপূর্ণ একটা গল্প ফুটে উঠেছে সাড়ে চার মিনিটের মিউজিক ভিডিও ‘ছোর দেঙ্গে’তে। নোরা ফাতেহি আশানুরূপভাবেই তার অনিন্দ্য নৃত্য দিয়ে দর্শকের মন ভরিয়ে তুলেছেন, একইসঙ্গে অভিনয় দক্ষতাও দেখিয়েছেন দারুণ। একটা বিয়োগান্তক প্রেমের গল্প আছে গানে। আছে প্রতারণা আর হৃদয় ভাঙার বেদনা। আর আছে কঠিন প্রতিশোধ। গানটির সকল কাহিনির তাৎপর্য ফুটে উঠেছে শেষভাগে কয়েক মুহূর্তের দৃশ্যে।

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here