Latest: ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করছেন শ্রীদেবীর স্বামী বনি?

Latest: ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করছেন শ্রীদেবীর স্বামী বনি?

বলিউড ডিভা শ্রীদেবী মারা গেছেন তিন বছর হলো। স্ত্রী শ্রীদেবীকে হারানো বলিউডের প্রভাবশালী প্রযোজক বনি কাপুর নাকি নাকি বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করছেন!

সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, শ্রীদেবীকে হারানোর পর নতুন করে বিয়ে না করলেও তিন মেয়ে জাহ্নবী ও খুশি, অংশুলা এবং এক ছেলে অর্জুন কাপুরকে নিয়ে দিব্যি কাটছে বনি কাপুরের। আর ডিম্পল কাপাডিয়ার সঙ্গে বনি কাপুরের ‘গাঁটছড়া বাঁধা’র খবরও সত্যি। তবে তা বাস্তবে নয়, সেলুলয়েডে।

আরও পড়ুন : সুরভিতে মগ্ন করণ, বিপাশা কী বলছেন?

পরিচালক লভ রঞ্জনের নতুন ছবিতে ডিম্পল কাপাডিয়ার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন বনি কাপুর। আর ছবিতে তাদের ছেলের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

এই ছবিতে নাকি অভিনয় করতে বিন্দুমাত্র রাজি ছিলেন না বনি। তবে পরিচালক লভ রঞ্জনের অনুরোধে বাবাকে রাজি করানোর দায়িত্ব নেন জাহ্নবী আর অর্জুন কাপুর। ইতিমধ্যেই ছবির কাজ প্রায় শেষ, এবার শুধু মুক্তির অপেক্ষা।

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here