Latest: মোনালি ঠাকুরের পরিবারে এল নতুন সদস্য

Latest: মোনালি ঠাকুরের পরিবারে এল নতুন সদস্য

বলিউড তথা হলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুরের পরিবারে এল নতুন সদস্য। নতুন সেই সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মোনালি। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে পরিবারের নতুন সদস্যের সঙ্গে প্রত্যেকের পরিচয় করিয়ে দেন। পরিবারের নতুন সদস্য বলতে মোনালি পোষ্যর মুখ দেখান সবাইকে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমেই পোষ্যর সঙ্গে পরিচয় করিয়ে দেন মোনালি ঠাকুর। নতুন এই পোষ্যকে ‘মিস্টার কায়ো’ বলে জানান জনপ্রিয় গায়িকা পরিবারের নতুন সদস্য বলে আপাতত কায়োকে নিয়েই মেতে রয়েছেন মোনালি ঠাকুর। গায়িকার ওই ছবি দেখে তাঁকে ভালবাসা জানাতে শুরু করেন সবাই।

মোনালি ঠাকুরের পরিবারে এল নতুন সদস্য - West Bengal News 24

প্রসঙ্গত বাবার মৃত্যুর পর সুইজারল্যান্ড থেকে ভারতে উড়ে আসেন মোনালি ঠাকুর। করোনার জেরে লকডাউন চলায়, বেশ কয়েক মাস ধরে বিদেশে শ্বশুরবাড়িতেই ছিলেন মোনালি। তবে বাবার মৃত্যুর পর তড়িঘড়ি দেশে ফিরতে দেখা যায় গায়িকাকে

এদিকে বলিউড থেকে টলিউড, সর্বত্রই নিজের সুরের যাদুতে প্রত্যেককে মাতিয়ে রেখেছেন মোনালি ঠাকুর। হিন্দি এবং বাংলার পাশাপাশি মোনালি বর্তমানে ভিন্ন ধারার গান গাইতেও শুরু করেছেন।

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here