Latest: কেরলে জলের মাঝে সানির ফোটোশ্যুট, ভাইরাল সেই ছবি

Latest: কেরলে জলের মাঝে সানির ফোটোশ্যুট, ভাইরাল সেই ছবি

যতদূর চোখ যায়, শুধুই জল। তারই মাঝে একটি নৌকা। সেখানে বসে সানি লিওন। খোলা চুল, শান্ত দু’টি চোখ, কপালে চন্দন টিপ।

এই সানি যেন অন্যান্য দিনের চেয়ে একটু আলাদা। চেনা পরিধির খানিক বাইরে। তাঁর পরনে লাল এবং সোনালি রঙের ব্লাউজ এবং একই রঙের ছোট ঝুলের কেরালার মুণ্ডু শাড়ির মতো এক ধরনের পোশাক।

আরও পড়ুন : রণবীর-আলিয়াকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

সেটির আঁচল নেই এবং দেখতে কিছুটা স্কার্টের মতো। এই ফিউশন পোশাকের সঙ্গেই কানে পরেছেন সোনার দুল, পায়ে সোনার নুপুর, দু’হাত ভরতি লাল চুড়ি।

কেরলে এমন সাজেই ফোটোশ্যুট করেছেন অভিনেত্রী। ‘স্প্লিটসভিলা’ শো-এর শ্যুটিংয়ের জন্য আপাতত সেখানেই রয়েছেন তিনি। নিজের এই ছবিগুলি ইনস্টাগ্রামে পোস্ট করে অনুরাগীদের তাক লাগালেন সানি। বিখ্যাত সেলিব্রিটি ডিজাইনার এবং স্টাইলিস্ট হিতেন্দ্র কপোপারা সাজিয়ে তুলেছেন সানিকে। শোয়ের জন্য তিনি সানির সঙ্গেই থাকছেন।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here