Latest: Neha Kakkar : শারীরিক গঠনের কারণে ভেঙে পড়লেন নেহা কক্কর!

Latest: Neha Kakkar : শারীরিক গঠনের কারণে ভেঙে পড়লেন নেহা কক্কর!

রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ের পর বেশ সুখেই দিন কাটছে বলিউডের তারকা সংগীতশিল্পী নেহা কাক্কারের। তার কাছে এখন সবকিছু রয়েছে, তা সত্ত্বেও নিজের শরীর নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন তিনি।

নেহার শারীরিক গঠন কেমন? শারীরিক গঠনের জন্য তাকে কেমন লাগছে, এমন প্রশ্ন সবসময় নেহার মনের কোণে উঁকি দেয়। শুধু তাই নয়, শারীরিক গঠন নিয়ে তাকে বিভিন্ন সময় একাধিক কটাক্ষের মুখে পড়তে হয়। এমন পরিস্থিতিতে তিনি অনেক সময় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। শারীরিক গঠন নিয়ে মানসিক দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে চান নেহা কাক্কার।

আরও পড়ুন : বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় পোশাক খুলে গিয়েছিল প্রিয়াঙ্কার!

এর আগে কপিল শর্মার শোয়ে নেহার উচ্চতা নিয়ে কটাক্ষ করেন কিকু সারদা। উচ্চতা নিয়ে কেন তার সম্পর্কে এমন মন্তব্য করা হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন বলিউডের রিমেক কুইন। নেটিজেনদের একের পর এক এমন কটূক্তিতে এবার তার ধৈর্যচ্যুতি হয়েছে। এই ধরনের মজা আর বরদাস্ত করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন নেহা।

সূত্র: জি নিউজSource link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here