Latest: আসছে পিকে ২, রণবীরের সঙ্গে থাকবেন আমির খানও

Latest: আসছে পিকে ২, রণবীরের সঙ্গে থাকবেন আমির খানও

আমির খান অভিনীত ‘পিকে’ সিনেমা মুক্তির পর বলিউডের বক্সঅফিসে ঝড় বয়ে যায়। রাজকুমার হিরানী পরিচালিত এই ছবিটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। সেই ধারবাহিকতায় এবার আসছে সেই ছবিটির সিক্যুয়েল।

সিনেমাটির প্রযোজক বিধু বিনোদ চোপড়ার সূত্রে এমনই আভাস দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পিকে’ সিনেমা শেষ হওয়ার পর থেকেই সিনেমাটির সিক্যুয়েল নিয়ে চিন্তা করে রেখেছিলেন প্রযোজক বিনোদ। অবশেষে সেটাই হতে যাচ্ছে। সম্প্রতি সিনেমাটির সিক্যুয়েল নিয়ে আলোচনা শুরু করছেন প্রযোজক বিনোদ। কথা বলেছেন হিরানি ও আমির খানের সঙ্গে।

আরও পড়ুন : মুক্তি পাচ্ছে জন আব্রাহামের তিন সিনেমা

আমির খান ছাড়াও সিক্যুয়েলে দেখা মিলতে পারে রণবীর কাপুরের। ‘পিকে’ ছবির গল্পের শেষ দিকে রণবীরকে পৃথিবীতে রেখে ফিরে গিয়েছিলেন আমির খান। তখনই ধারণা করা হয়েছিলো এর সিক্যুয়েল আসবে এবং এবার রণবীর কাপুরের পৃথিবী সফরের অভিজ্ঞতা দেখানো হবে।

প্রযোজক বিনোদ জানান, এবারের গল্পটিও লিখবেন অভিজাত জোশী। তবে তিনি এখনো লেখা শুরু করেননি। অভিজাতের লেখা শুরুর সাথে শুরু হবে সিনেমাটির কাজও। আসবে নায়িকার ঘোষণাও।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here