Latest: ‘বিগ বস ১৪’চ্যাম্পিয়ন রুবিনা – West Bengal News 24

Latest: ‘বিগ বস ১৪’চ্যাম্পিয়ন রুবিনা – West Bengal News 24

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৪তম আসরে চ্যাম্পিয়ন হলেন রুবিনা দিলাইক। ২১ ফেব্রুয়ারি রাতে ৩ ঘণ্টার জমকালো আয়োজন শেষে বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সঞ্চালক সুপারস্টার সালমান খান। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ছিলেন পাঁচ প্রতিযোগী।

তবে মুকুট জয়ের দৌড়ে ছিলেন মূলত রুবিনা ও রাহুল বৈদ্য। অন্য তিন প্রতিযোগীরা হলেন- আলী গণি, রাখি সাওয়ান্ত ও নিক্কি তামবলি। তবে ১৪ লাখ রুপি নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে আগেই সরে যান রাখি। করোনা পরিস্থিতির কারণে একসময় ‘বিগ বস ১৪’-এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।

কিন্তু ভারতে লকডাউন উঠে গেলে শুরু হয় এটি। এবারের আসরটি বিগ বসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলেছে। চূড়ান্ত পর্বে সালমান খান, নোরা ফাতেহিসহ পাঁচ ফাইনালিস্ট দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে দর্শকদের মাতান। এবারের আসরে রুবিনা ও তার স্বামী অভিনবের প্রেম-খুনসুটি-ঝগড়া- সবকিছুই দেখেছেন দর্শক। আবার দুই প্রতিযোগী এজাজ খান ও পবিত্রা পুনিয়া বিগ বসের ঘরে এসে প্রেমে পড়েন।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here