Latest: সানি লিওনের জায়গা নিলেন আবিরা!

Latest: সানি লিওনের জায়গা নিলেন আবিরা!

আগের ক্যারিয়ার ছেড়ে দিয়ে সানি লিওন এখন বলিউডের অন্যতম ব্যস্ততম নায়িকা। নিজের তিন সন্তান, স্বামী সঙ্গে নানা কাজ। কখনও শ্যুটিং, কখনও ফটোশ্যুটে ব্যস্ত তিনি। একটা সময় যে সানির বলিউডে কাজ পেতে বেগ পেতে হয়েছিল, তারই এখন শিডিউল পাওয়াই মুশকিল।

সম্প্রতি এই শিডিউল নিয়েই ঝামেলায় জড়ান সানি লিওন। তাও আবার বিখ্যাত গায়ক মিকা সিংয়ের সঙ্গে। বলিউডে মিকার খ্যাতি সব সময়। সেই মিকার সঙ্গেই বিবাদে জড়ালেন সানি।

মিকা তার নতুন গানের জন্য গিয়েছিলেন সানির কাছে। মিউজিক অ্যালবামে সানিকে মুখ্য চরিত্রে থাকতে বলেছিলেন। কিন্তু মিকাকে মুখের ওপর না বলে দেন সানি। কারণ তার কোনও শিডিউল খালি নেই।

আরও পড়ুন : রিয়ার ক্যারিয়ারের কী হবে

তাই পারবেন না তিনি মিকার সঙ্গে কাজ করতে। এতে বেজায় ক্ষেপে যান মিকা। সানিকে চ্যালেঞ্জ ছোড়েন মিকা। যে তিনি যে ভিডিও বানাবেন, সেখানে কাজ না করতে পেরে ভুল করবেন সানি।

এরপর নতুন মুখের খোঁজ শুরু করেন মিকা। খুঁজতে গিয়ে পেয়ে যান মডেল-অভিনেত্রী আবিরা সিংয়ের খোঁজ। আবিরাকে অনেকটাই সানির মতো দেখতে। কিছু জায়গায় তার এক্সপ্রেশন সানির থেকেও ভালো।

আবিরাকে নিয়েই নিজের নতুন মিউজিক অ্যালবাম লঞ্চ করেন মিকা। আর তা ঝড়ের গতিতে ভাইরাল হয়।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here