Latest: গাঁজা ব্যবসায়ীকেই বিয়ে করছেন জনপ্রিয় নায়িকা

Latest: গাঁজা ব্যবসায়ীকেই বিয়ে করছেন জনপ্রিয় নায়িকা

২০১৯ সালের অক্টোবরে এক যুবকের সঙ্গে ‘হ্যারি পটার’খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসনের প্রকাশ্যে চুমুর ছবি ভাইরাল হলে এমনটাই জানা গিয়েছিলো। এরপরই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খুঁজে বের করেছিলো যুবকটির পরিচয়।

জানা যায়, লিও রবিনটন নামের ওই যুবক পেশায় একজন গাঁজা ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুমোদিত মাদকের বিশাল ব্যবসার মালিক তিনি। গাঁজাসহ বিভিন্নরকম মাদকের ব্যবসা করেন ৩০ বছরের রবিনটন।

আরও পড়ুন : এক মিলিয়নের গন্ডি পেরোলো মা সিরিয়ালের ঝিলিক! সেক্সি ক্যাট ওয়াকে ভক্তদের মুগ্ধ করলেন তিথি

বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ১৮ মাসের প্রেমের পর এই গাঁজা ব্যবসায়ীর সঙ্গেই সংসার শুরু করতে যাচ্ছেন এমা।

ডেইলি মেইলই জানায়, এমা নাকি চুপি চুপি বাগদানও সেরে ফেলেছেন! যেকোনো দিন শোনা যেতে পারে বিয়ে সেরে ফেলেছেন এমা ও লিও।

বিয়ের পর হলিউড থেকে সাময়িক বিরতি নেয়ার পরিকল্পনাও রয়েছে এমার। তবে বিয়ের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here