Latest: প্রিয়াঙ্কার জন্য নিকের গান – West Bengal News 24

Latest: প্রিয়াঙ্কার জন্য নিকের গান – West Bengal News 24

প্রিয়াঙ্কা চোপড়াকে কতটা ভালোবাসেন, তার প্রমাণ আগেও দিয়েছেন নিক জোনাস। তবে এবার একেবারে নতুনভাবে পুরো বিশ্বকে নিক জানিয়ে দিলেন, প্রিয়াঙ্কা ছাড়া তিনি একেবারেই থাকতে পারবেন না! আর এটা জানিয়েছেন গানের মাধ্যমে।

সদ্য প্রকাশিত তার ‘স্পেসম্যান’ অ্যালবামের গানে প্রিয়াঙ্কার প্রতি প্রেম উজাড় করেছেন নিক জোনাস। শ্রোতারা বলছেন, নিকের এই গান হতাশায় ভরা। প্রেম মাখানো বিরহের সুরেই বেঁধেছেন এই গান নিক জোনাস। গানে এসেছে করোনা আবহও। তবে এসবের মাঝখানে গানের মধ্য দিয়ে স্ত্রী প্রিয়াঙ্কাকে পাশে পাওয়ার কথাও বারবার জানিয়েছেন নিক।

আরও পড়ুন : নতুন পরিচয়ে আলিয়া, অভিনেত্রী থেকে প্রযোজক!

এক সাক্ষাৎকারে তিনি নিজেও বলেছেন, ‘পুরো গানটাই লেখা আমার একমাত্র প্রেম, স্ত্রী প্রিয়াঙ্কার জন্য। প্রিয়াঙ্কাই এ কাজের আমার অনুপ্রেরণা।’

গত কয়েক মাস প্রিয়াঙ্কার কাছ থেকে দূরে আছেন নিক। সেই বিরহ থেকেই এই গান বেঁধেছেন তিনি। যেখানে নিক স্পষ্ট জানিয়েছন, প্রিয়াঙ্কাকে ছাড়া থাকা অসম্ভব।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here