Latest: সায়নীর সিনেমা ‘সহবাসে’ নিয়ে নতুন সিদ্ধান্ত (ভিডিও)

Latest: সায়নীর সিনেমা ‘সহবাসে’ নিয়ে নতুন সিদ্ধান্ত (ভিডিও)

নির্বাচনে আচরণবিধি লংঘন হতে পারে-এজন্য তৃণমূল কংগ্রেস থেকে মনোনয়ন পাওয়া জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষের আলোচিত সিনেমা ‘সহবাসে’ একমাস পিছিয়ে দেয়া হয়েছে। ছবিটি ১২ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল।

সহবাসে (Sahobashe) সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। সহবাসে (Sahobashe) ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন ইশা সাহা ও অনুভব কাঞ্জিলাল, সায়নী ঘোষ (Saayoni Ghosh)। এছাড়াও রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, সায়নী ঘোষ, শুভশিস মুখোপাধ্যায়, তুলিকা বসু, বিশ্বজিৎ চক্রবর্তী সহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন, সুমনা কাঞ্জিলাল, DOP মধুরা পালিত। সম্পাদনা করেছেন অনির্বাণ মাইতি। ‘সহবাসে’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য রীত। গান গেয়েছেন দুর্নিবার সাহা, রূপঙ্কর বাগচী, শুভমিতা, শাওনী।

কবে মুক্তি পাচ্ছে ‘সহবাসে’?

নির্মাতাদের তরফে জানানো হয়েছে, ১২ মার্চের বদলে ছবিটির মুক্তির দিন ৩০ এপ্রিল করা হয়েছে।

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here