Latest: আবারও আলোচনায় শ্রীদেবীর মেয়ে জাহ্নবী

Latest: আবারও আলোচনায় শ্রীদেবীর মেয়ে জাহ্নবী

সিনেমার প্রমোশনের জন্য তারকাদের বিভিন্ন জায়াগায় যেতে হয়। এসময় তাদের গ্ল্যামারাস লুক দেখতেই সকলে অভ্যস্ত ভক্তরা। কিন্তু এর পিছনের বাস্তবটা কয়জন তুলে ধরেন? এতো মেকআপ, ট্রাভেল- এগুলো করতে আদতে কতটা কষ্ট করতে হয়, সেটাই এবার ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর।

এক জায়গা থেকে অন্য জায়গায়- প্রতি মুহূর্তে ট্রাভেল করতে হচ্ছে, তার জন্য গাড়িতেই জামা বদলে ফেলেন তিনি। এমন কয়েকটি ছবি পোস্ট করে জাহ্নবী লেখেন, ‘রিল্যাক্সড ডে!’ সিক্যুইন স্কার্ট, অফ শোল্ডার টপ পরে বেশিক্ষণ থাকতে পারেননি। তাই দ্রুত গাড়িতেই পোশাক বদলেছেন। এরপর কমফর্টেবল জিন্স আর টপ পরে প্রাইভেট প্লেনে বসে আছেন তিনি।

আরও পড়ুন : কোটি টাকা হাতিয়ে নিয়ে গ্রেফতার অভিনেত্রী রোমানা স্বর্ণা

এমন চারটি ছবি পোস্ট করেন জাহ্নবী কাপুর। চারটি ছবি দিয়েই বুঝিয়ে দিয়েছেন রিয়্যালিটি। এমন পোস্ট ঠিক ‘নায়িকাসুলভ’ আচরণ নয় বলেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এর আগেও সোশ্যাল মিডিয়ার পোস্টে এমন ছক ভাঙতে দেখা গিয়েছিল কারিনা, আলিয়া, দীপিকাদের। সেই তালিকায় এবার ঢুকে পড়লেন জাহ্নবী।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here