Latest: মেয়ের কাণ্ডে বিস্ময় শাহিদ কাপুর!

Latest: মেয়ের কাণ্ডে বিস্ময় শাহিদ কাপুর!

বলিউডের জনপ্রিয় সেলেব শহীদ কাপুর ও মীরা রাজপুত। সোশ্যাল হ্যান্ডেলে প্রায়শই দেখা যায় এই জুটিকে নিজেদের ব্যক্তিগত নানান বিষয় শেয়ার করতে। যেখানে নিজেদের পাশাপাশি দুই সন্তান মিশা ও জৈনের নানা বিষয় শেয়ার করেন তারা।

সম্প্রতি এমনই একটি বিষয় শেয়ার করলেন মীরা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মীরা শেয়ার করেছেন হার্ট শেইপের একটি চকলেট কেকের ছবি। যেই কেকটি বাবার (শহীদ কাপুর) জন্য বানিয়েছেন ছোট্ট মিশা। যা শহীদ কাপুরের জন্য ছিলো মস্ত সারপ্রাইজ!

আরও পড়ুন : বলিউডে পা রাখতে চলেছে সালমান খানের পরিবারের আরও এক সদস্য

অন্যদিকে মীরা জানিয়েছেন ছেলে জৈনের পছন্দ স্পাইডার ম্যান।

আসন্ন সিনেমা ‘জার্সি’র মুক্তির অপেক্ষায় সময় গুনছে শহীদ কাপুর। যেখানে একজন ক্রিক্রেটারের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। এছাড়া আরও অভিনয় করেছেন মৃণাল ঠাকুর।Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here