Latest: ফের উষ্ণতা ছড়ালেন ঝুমা বৌদি

Latest: ফের উষ্ণতা ছড়ালেন ঝুমা বৌদি

ঝুমা বৌদি, বাঙালি দর্শক তাকে এ নামেই চেনেন। ‘হইচই’র ওয়েব সিরিজ দুপুর ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় সিজনে ভোজপুরী অভিনেত্রী মোনালিসাকে দেখা গিয়েছিলো। বাংলার পাশাপাশি হিন্দি, তেলুগু, ওড়িয়া ছবিতেও তিনি মুখ দেখিয়েছেন। কিন্তু তাকে সবচেয়ে বেশি খ্যাতি দিয়েছে ভোজপুরি ছবি।

অভিনেত্রী মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। সোশ্যাল মিডিয়াও বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করে প্রায়ই পারদ চড়ান তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করলেন নতুন এক ভিডিও।

আরো পড়ুন :নির্বাচনী রেষারেষির মধ্যেই মিঠুনের সঙ্গে জুটি বাঁধছেন দেব

যেখানে আকাশি রঙ্গের পোশাক পড়ে নেচেছেন অন্তরা বিশ্বাস। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটি অভিনেত্রী রোববার (২৮ মার্চ) পোস্ট করেন। যা এখন পর্যন্ত ৩৪ হাজার ৫৮৯ জন পছন্দ করেছেন বলে লাইক দিয়ে জানিয়ে দিয়েছেন।

এতেই বোঝা যায়, মোনালিসা সোশ্যাল সাইটে যাই আপলোড করুক না কেন, সেগুলো ভাইরাল হতে একটুও সময় নেয় না।

‘দুপুর ঠাকুরপো’র সিজন ওয়ানে স্বস্তিকা মুখোপাধ্যায় ছিলেন উমা বৌদির চরিত্রে। তিনিই এতোদিন সকলের হট ফেভারিট বৌদি ছিলেন। সিজন-টু’তে মোনালিসা রিপ্লেস করেন স্বস্তিকাকে। প্রথমবার মোনালিসাকে, স্বস্তিকার জায়গায় দেখে তেমন মেনে নিতে পারেননি দর্শক। কিন্তু পরের দিকে নিজের হটনেসে ধীরে ধীরে ঘায়েল করতে শুরু করলেন প্রত্যেককে।

 Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here